ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

হিরানী মজেছেন রণবীরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২২ এপ্রিল ২০১৮

সম্প্রতি শেষ হয়েছে ‘দত্ত দ্যা বায়োপিক’-এর কাজ। যে সিনেমার জন্য নিজেকে বদলে ফেলেছেন রণবীর। নতুন করে তৈরি করেছেন নিজেকে। তবে এবারই প্রথম নয়, এর আগেও চরিত্রের প্রয়োজনে তিনি কখন মেদ ঝড়িয়েছেন শরীর থেকে, আবার কখনও এসেছেন সিক্স প্যাক নিয়ে।

এবার সঞ্জয়ের জন্য রাজকুমার হিরানী রণবীরের সবটুকু নিয়ে নিয়েছেন। রণও দিয়েছেন তার সবটুকু ঢেলে। কষ্ট হলেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

রণবীরের এই অনুশীলনে মুগ্ধ রাজকুমার। তাই তো ‘দত্ত দ্যা বায়োপিক’ মুক্তির আগেই, রণবীরের সঙ্গে নতুন করে আরও একটি সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রণবীর আমার দেখা একজন অসম্ভব ভালো অভিনেতা। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। ভবিষ্যতেও রণবীরের সঙ্গে আরও কাজ করতে চাই।’

সঞ্জয় দত্তের জীবন নিয়ে নির্মিত সিনেমায় ভিন্ন লুকে দেখা যাবে রণবীর কাপুরকে। মঙ্গলবার মুক্তি পাবে সিনেমার প্রথম টিজার। নিজের টুইটারে সেই সুসংবাদটি দেন রাজকুমার হিরানী।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি