ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রুদ্রনীল-প্রিয়ঙ্কার ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২২ এপ্রিল ২০১৮

সম্প্রতি টালিউডে মুক্তি পেয়েছে ‘কবীর’ সিনেমা। সিনেমাটিতে অন্যান্য শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন টালিউডের অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে। নতুন খবর হচ্ছে- এবার সম্পূর্ণ ভিন্ন রূপে আসছেন এই অভিনেত্রী। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিংও শুরু করেছেন তিনি। সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ। এটির পরিচালনায় রয়েছেন অভিরূপ ঘোষ। সিনেমাটির নাম ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’। রহস্য আর রোমাঞ্চে মোড়া সিনেমাটির শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়েছে।

সিনেমার চিত্রনাট্যকে মূলত তিনটি গল্পে ভাগ করা হয়েছে। প্রথম গল্পে- প্রবল ঝড়-বৃষ্টির এক রাতে কলকাতা শহর গাঢ় অন্ধকারে ডুবে যায়। চারিদিকে লোডশেডিং। সুযোগ বুঝে জেল ভেঙে পালিয়ে যায় এক কুখ্যাত সিরিয়াল কিলার।

অন্যদিকে, আবহাওয়া খারাপ দেখে এক রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত নেয় রেস্তোরাঁর কর্মী সায়নী। হঠাৎই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে সেখানে আশ্রয় চান। সায়নী সেই ব্যক্তিকে রেস্তোরাঁয় আশ্রয়ও দেয়।

দ্বিতীয় গল্পের কেন্দ্রে রয়েছে অর্জুন নামের এক যুবক। নিজের বিলাসবহুল জীবনযাপনের খরচ চালাতে সে অসৎ উপায়ে রোজগারের পথ বেছে নেয়। নিজের অজান্তে কলকাতার এক গাড়ি চুরি-চক্রের সঙ্গেও জড়িয়ে পড়ে।

তৃতীয় গল্পটি সৈকত নামের এক জুয়াড়িকে নিয়ে। যে নিজের স্বার্থের প্রয়োজনে কারও প্রাণ কেড়ে নিতে দু’বার ভাবে না।

এই রকম ভিন্ন স্বাদের তিনটি গল্পকে পাশাপাশি সাজিয়েই সিনেমার চিত্রনাট্য লিখেছেন অভিরূপ। পরিচালকের কথায়, ‘বাংলা সাহিত্যে রহস্য গল্পের একটা আলাদা জায়গা রয়েছে। ছোটবেলায় আমরা যখন বইমেলায় যেতাম, তখন প্রথমেই গিয়ে রহস্য গল্পের বইয়ের খোঁজ করতাম। তাই ভেবে দেখলাম, এই রকম কোনও বিষয় নিয়ে সিনেমা করলে ভালোই হবে। চিত্রনাট্যে আমি তিনটে গল্প রেখেছি। তিনটিই থ্রিলার এবং প্রত্যেকটিই ভিন্ন স্বাদের।’

উল্লেখ্য, ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’ অভিরূপের কেরিয়ারের দ্বিতীয় সিনেমা। এর আগে ‘কে : সিক্রেট আই’ সিনেমাটি পরিচালনা করেছিলেন অভিরূপ। রুদ্রনীল এবং প্রিয়ঙ্কা ছাড়াও ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’এ অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, সায়নী ঘোষ প্রমুখ। আগামী অগস্টের শেষদিকে নতুন এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : এবেলা

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি