ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

এফডিসিতে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’র শুটিং শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২২ এপ্রিল ২০১৮

এফডিসিতে শুরু হয়েছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের শুটিং। আরিফুর জামান আরিফ পরিচালিত চলচ্চিত্রটির শুটিং আজ থেকে শুরু হয়েছে।

এই চলচ্চিত্রে দেবদাস চরিত্রে ফেরদৌস এবং পার্বতী চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নায়িকা পপি।

এ বিষয়ে পরিচালক আরিফুর জানান, বিএফডিসির তিন নম্বর ফ্লোরে টানা ১০ দিন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের শুটিং হবে।

উল্লেখ্য, এই চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচনা করেছেন হাশিম আখতার মো. করিমদাদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি