ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

সারার সেনসেশনাল নাচের ভিডিও ভাইরাল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৫৮, ২২ এপ্রিল ২০১৮

বলিউডের জন্য পুরোপুরি তৈরি সাইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। তাকে বিভিন্ন লুকে ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল অডিয়েন্স। কিন্তু এমন সেনসেশনাল লুকে কেউ কি আগে কখনো দেখেছেন?

সম্প্রতি সারার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে শাড়ি পরে সেনসেশনাল অবতারে ‘সাত সমুন্দর’ গানের তালে নাচছেন সারা। ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার পোশাকে সারার এই নয়া অবতার দেখে চমকে গিয়েছেন দর্শকরা।

এই মুহূর্তে সারার হাতে রয়েছে দু’টো বড় প্রজেক্ট। রোহিত শেট্টির ‘সিম্বা’তে তিনি রণবীর সিংহের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। অন্যদিকে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’-এও অভিনয় করছেন সারা। তিনি অভিনয় কেমন করেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে নাচের পারফরম্যান্সে যে অনেককেই টেক্কা দিতে পারবেন তা একপ্রকার নিশ্চিত বলে মনে করছেন দর্শকদের একটা বড় অংশ। 

   

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি