ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও জেল হতে পারে সালমানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৫৮, ২২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড সুপারস্টার সালমান খান আবারও জেলে যেতে পারেন। আইনের বেড়াজালে এই স্টার এমনভাবে জড়িয়েছেন যে বের হবার পথ খুঁজে পাচ্ছেন না। একটা ঝামেলা থেকে বের হলে আরেকটি ঝামেলা তাকে ঘিরে ধরে। সম্প্রতি তার বাবা সেলিম খানও বলেছেন ‘আমার ঘরে আগুন লেগেছে। সালমানের কারণে আমরা খুব দুশ্চিন্তায়।’

এবার ২০০২ সালের হিট এন্ড রান কেস নিয়েই শুরু হয়েছে নতুন সমস্যা৷ যার জেরে ফের তাকে যেতে হতে পারে কারাগারে।   

অভিযোগ, ২০০২ সালে মদ্যপ অবস্থায় এক ফুটপাথবাসীকে নিজের গাড়ি দিয়ে পিষে মেরেছিলেন বলিউডের এই অভিনেতা। এই নিয়ে বিগত কয়েকবছর ধরেই তাকে আদালতে ছোটাছুটি করতে হচ্ছে৷ এমনকি জেলও খাটতে হয়েছিল৷ সেবারও দিনকয়েক বাদে জামিনে ছাড়া পান সালমান৷ সেই জামিনেই এতদিন ধরে বেশ স্বস্তিতে ছিলেন তিনি৷

সূত্রের খবর, সম্প্রতি মুম্বাই হাইকোর্ট নাকি হিট এন্ড রান কেসে অভিনেতার জামিন খারিজ করেছে। ফলে তাকে ফের আসতে হতে পারে আদালতে৷ বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন সালমানের অগনিত ভক্তরা৷ শোনা যাচ্ছে খুব শীঘ্রই মামলাটি নিয়ে শুরু হবে বিচার প্রক্রিয়া৷

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি