ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আপত্তিকর ছবি পাঠিয়ে নায়িকাকে মেসেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ২৩ এপ্রিল ২০১৮

হলিউড, বলিউডের পর এবার যৌন হেনস্তার শিকার হলেন টালিউডের অভিনেত্রী। তবে তিনি হেনস্তা হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি যৌন হেনস্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করেন টালিউড অভিনেত্রী তন্বী লাহা রায়। ফেসবুকে এই পোস্টটি করে অভিনেত্রী জানান, শুক্রবার রাতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করেন।

তিনি লিখেছেন, ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে তার দেহের বেশ কিছু কুরুচিকর ছবি আমায় মেসেজ করেন। অ্যাবিউজ করার চেষ্টা করেন। দয়া করে এরকম অপ্রীতিকর ছবি আর কাউকে পাঠাবেন না বরং আপনি আপনার স্ত্রী অথবা গার্লফ্রেন্ডকে পাঠান। নারীদের সম্মান করতে শিখুন। এরকম ব্যবহার নিশ্চয় আপনার মা বোনের সঙ্গে করবনে না।

পোস্টটি আপলোড হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটির প্রতিবাদে সরব হয় অভিনেত্রীর ফ্যান এবং ঘনিষ্ট বন্ধুরা। যদিও ঘটনাটির পর আইনি ব্যবস্থা নিতে উদ্যত হয়েছেন অভিনেত্রী।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি