ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আপাতত বিয়ে নিয়ে ভাবছি না : মোনালিসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ২৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মডেল অভিনেত্রী মোনালিসা। বিয়ে করে তার বিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। নতুন করে আবারও আলোচনায় এসেছে তার বিয়ের খবর। সবার প্রশ্ন একটাই কবে তিনি আবারও সংসার শুরু করবেন? তবে সবাই বললেই তো হবে না। পছন্দের মানুষ না পেলে আর মনের মিল না হলে তো আর বিয়ে করা যায় না।

নিজের বিয়ের বিষয়ে মোনালিসা বলেন, ‘সবাইকে একদিন স্থির হতে হয়। আমিও চাই সেটা। তবে আপাতত বিয়ে নিয়ে ভাবছি না।’

এখনই বিয়ে না করলেও বিয়ে তিনি ঠিকই করবেন। তবে যদি আমার মনের মতো কাউকে পেয়ে যান তাহলেই তিনি বিয়ে নিয়ে ভাববেন। এ বিষয়ে একটু বুঝেশুনে এগিয়ে যেতে চান অভিনেত্রী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফকে মোনালিসা বিয়ে করেছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর। দুই বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়। এরপর মোনালিসা আর বিয়ে করেননি। দীর্ঘদিন ধরে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানে ফরাসি ব্র্যান্ড সেফোরার বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি ম্যাকের সিনিয়র মেকআপ আর্টিস্ট ছিলেন। অনুষ্ঠান প্রধান ও পরিচালক হিসেবে টাইম টেলিভিশনেও কাজ করেছেন মোনালিসা।

সম্প্রতি তিনি তিন মাসের জন্য দেশে এসেছেন। এরই মধ্যে সিঙ্গাপুরে যাওয়ার কথাও রয়েছে তাঁর। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করবেন বলে জানান মোনালিসা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি