ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পার্টিতে বেসামাল রণবীর সিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রণবীর সিং। যখন অভিনয় করেন আর ক্যামেরার সামনে দাঁড়ান ঠিক তখন নিজেকে পুরোপুরি ছেড়ে দেন পরিচালকের হাতে। পরিচালক যেমন নাচায় তেমনই নাচেন। তবে শুটিং ফ্লোরের বাইরে ভিন্ন চরিত্র তার। আনন্দে, উত্তেজনায় মেতে থাকেন সব সময়। এবার ভরা পার্টিতে অভিনেতাকে দেখা গেলো র‌্যাপারের লুকে। যেখানে একেবারে বেসামাল তিনি।

এদিকে সম্প্রতি শেষ হয়েছে ‘গাল্লি বয়’-এর শ্যুটিং৷ ব্যস্ত শিডিউলের মাঝে ছুটি পেতেই পার্টিতে মজলেন রণবীর। টুপির সঙ্গে সাদা টি-শার্ট এবং কালো জিন্সে পার্টির হার্টথ্রব ছিলেন তিনি। তবে শুধু রণবীর নয়, পার্টি মুডে ছিলেন পুরো ‘গাল্লি বয়’ টিম।

ওই পার্টি শেষ হতে না হতেই, তার ভিডিও এবং ছবি প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায়। যদিও এই পার্টিতে দেখা যায়নি অভিনেত্রী আলিয়া ভাটকে। কারণ তাঁর শ্যুটিং বেশ কয়েকদিন আগেই শেষ হয়ে যায়।

অপরদিকে বেশ কয়েকদিন বিশ্রাম নেবেন রণবীর। তারপর তিনি ব্যস্ত হয়ে পড়বেন রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ সিনেমার শ্যুটিং নিয়ে। এই সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করতে যাচ্ছেন সাইফ কন্যা সারা আলি খান। সিনেমাটি প্রযোজনা করছে করণ জোহার। ‘সিম্বা’ মুক্তি পাবে চলতি বছরেই।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি