ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গীতিকার অপূর্বকে অনুপ্রেরণা দিচ্ছে সাফা!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:০৭, ২৪ এপ্রিল ২০১৮

জিয়াউল ফারুক অপূর্বকে একজন গীতিকারের ভূমিকায় দেখা যাবে ‘তোমার জন্য’ শিরোনামের এক নাটকে। নাটকের দৃশ্যে অপূর্ব ও সাফাকে গান লেখা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা অপূর্ব। তাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সাফা কবির।

স্নেহাশীষ ঘোষের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এই নাটকে দুটি গান রয়েছে। একটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও মিনার এবং অপরটিতে কণ্ঠ দিয়েছেন মিলন ও নিশি। গান দুটির সংগীত পরিচালনা করেছেন ইমরান ও এমএমপি রনি। দুটি গানই লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

নাটকটির গল্পটা বেশ আকর্ষণীয় লেগেছে উল্লেখ করে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকটির গল্পটা বেশ আকর্ষণীয় লেগেছে। এর আগে গায়কের চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম গীতিকার রূপে কাজ করলাম।

নাটকটির গল্প একটু ভিন্ন ধাঁচের উল্লেখ করে সাফা বলেন, নাটকটির গল্প একটু ভিন্ন ধাঁচের। পুরো শুটিংয়ের সময়টা বেশ উপভোগ করেছি। আশা করছি, দর্শক আমাদের এই নতুন কাজটি পছন্দ করবেন।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি