ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দুষ্টু মেয়ে মিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২৪ এপ্রিল ২০১৮

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে জয় করেছেন দর্শক ভক্তদের হৃদয়। ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করা এই তারকার শৈশবের অনেকটা সময় কেটেছে অরুনাচল প্রদেশের দেওমালিতে। পরবর্তী সময়ে আবারও পরিবারের সঙ্গে জলপাইগুড়িতে ফিরে আসেন মিমি। স্কুল জীবন সেখান থেকেই শেষ করেন। তাই জলপাইগুড়িতেও শৈশবের বড় একটি অংশ কেটেছে এই নায়িকার।

শৈশব-কৈশোরের সেই দুরন্তপনা ও দুষ্টুমি আজও স্মৃতিতে ভাসে মিমির। সম্প্রতি এসব বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন নায়িকা। স্কুল জীবনে মিমি নাকি প্রচণ্ড দুষ্টু ছিলেন।

বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘অন্য ক্লাসে গিয়ে অন্যের টিফিন খেয়ে নিতাম। একজনের বই নিয়ে অন্যজনের ব্যাগে ঢুকিয়ে রাখতাম। তবে শিক্ষকদের কাছে কোনোদিন ধরা পড়িনি। কারণ পড়াশোনার বাইরে আর যা কিছু স্কুলে হতো (কো-কারিকুলাম), সব কিছুতেই আমি থাকতাম। গেমস লিডার ছিলাম, কারণ খেলাধুলা ভালোবাসতাম। হাইজাম্প, লংজাম্প, ১০০ মিটার দৌড়, সব কিছুতেই নাম দিতাম। একটা সময় তো ক্লাস লিডারও ছিলাম। তবে দুষ্টুমিগুলোও মাঝখানে গিয়ে করে আসতাম।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি