ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অভিনেতা যাদবের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৪ এপ্রিল ২০১৮

ছয় মাসের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে বলিউড অভিনেতা রজপাল যাদবকে। ঋণ নিয়ে, তা শোধ না করাতে রজপাল যাদবকে এই কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। দিল্লির করকরডুমা আদালতের পক্ষ থেকে বলিউড অভিনেতার কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১০ সালে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ কোটির ঋণ নেন রজপাল যাদব এবং তাঁর স্ত্রী রাধা যাদব। ‘আতা পাতা লাপাতা’ নামে একটি সিনেমার প্রযোজনার জন্যই দিল্লির ওই ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রজপাল। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও, ঋণের সেই টাকা ফেরত দেননি রজপাল যাদব। এরপরই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দিল্লির ওই ব্যবসায়ী।

যদিও এ বিষয়ে রজপাল যাদবের বিরুদ্ধে কোনও মন্তব্য করা হয়নি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি