ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

হঠাৎ শাহরুখের অফিসে জ্যাকলিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২৪ এপ্রিল ২০১৮

আচমকাই শাহরুখ খানের অফিসে গেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কিং খানের অফিসে শ্রীলঙ্কান এই বিউটিকে দেখার সঙ্গে সঙ্গেই তাঁকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। সেই সঙ্গে সালমানের ‘রেস থ্রি’নায়িকাকে করা হয় একাধিক প্রশ্ন।

শাহরুখের অফিস থেকে বের হতে গিয়ে যখন ক্যামেরাবন্দি হন জ্যাকি এবং তাকে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ‘ভুলবশত’ হাজির হয়েছি। সেই সঙ্গে জোরে হেসে ওঠেন জ্যাকলিন।

শাহরুখের অফিসে তিনি কেন আসলেন, সে বিষয়ে কোন মন্তব্য না করলেও, জ্যাকি যে কিং খানের সঙ্গে পরবর্তী সিনেমায় স্ক্রীন শেয়ার করবেন, তা অনেকটাই স্পষ্ট। যদিও, কিং খানের পক্ষে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু, শাহরুখের ‘ডন থ্রি’-তেই এবার জ্যাকলিনকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে সালমান খানের ‘রেস থ্রি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জ্যাকলিন। পাশাপাশি সালমানের সঙ্গে ‘দাবাং টুরে’-ও দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি