ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

‘বীরে দি ওয়েডিং’র পোস্টার চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২৪ এপ্রিল ২০১৮

আর মাত্র একদিন বাকি। এরপরেই প্রকাশ পাবে বহু প্রতিক্ষিত নারীকেন্দ্রিক সিনেমা ‘বীরে দি ওয়েডিং’-এর ট্রেলার। তবে ট্রেলার প্রকাশের আগেই মুক্তি পেয়েছে সিনেমার আরও একটি পোস্টার। যেখানে সিনেমার মুখ্য চরিত্ররা নিজেদের আবেদনময়ী হয়ে ধরা দিলেন।

এই সিনেমায় রয়েছেন- লাস্যময়ী কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া। নতুন এই পোস্টারটি সোনম নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোড করেন।

তিনি জানান, ‘তোমরা কি ভাবছো আমাদের সম্পর্কে সব জেনে গেছ? তোমরা আমাদের দেখে যা ভাবছো তা কিন্তু একদমই নয়। অপেক্ষা করো ২৫ তারিখের ট্রেলার প্রকাশ পর্যন্ত।

চার নায়িকার সিজলিং অবতারের চেয়ে নেটিজনদের আগ্রহ ও কৌতুহল বেশি দেখা গেছে পোস্টারটিকে ঘিরে। সিনেমাটিতে কি টুইস্ট আছে তা নিয়ে দেখা দিয়েছে সবার কৌতুহল।

এদিকে জানা গেছে, চলতি বছরেই মুক্তি পাবার কথা রয়েছে ‘বীরে দি ওয়েডিং’ সিনেমাটির।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি