ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও সেই ‘পাইসা ইয়ে পাইসা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

হইচই ফেলে দিয়েছে ‘টোটাল ধামাল’ সিনেমার ট্রেলার। কারণ সিনেমাটিতে ১৭ বছর পর জুটি বাঁধতে দেখা যাবে মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুরকে। আরও চমক হিসেবে থাকছে অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশ মুখ, জাভেদ জাফরি সঞ্জয় মিশ্র সহ একঝাঁক তারকা। ইন্দ্র কুমার মারফতের ধামাল এর তৃতীয় কিস্তি এটি।

‘টোটাল ধামাল’ সিনেমার আরও একটি চমক হচ্ছে এতে দেখা যাবে ১৯৮০ সালে প্রকাশিত ‘কারজ’ সিনেমার হিট গান ‘পাইসা ইয়ে পাইসা’।

এ সম্পর্কে অনিল কাপুর বলেন, ‘সাড়া জাগানো এই ক্লাসিক গানের সঙ্গে নাচতে পেরে আমি আনন্দিত। তরুণ সুপারস্টারদের সঙ্গে পা মিলিয়েছি এবং আপনারা ভালো কিছু দেখতে পাবেন বলে আশা করছি।’

মাধুরী দীক্ষিত রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘পাইসা ইয়ে পাইসা’ আমার ভালো লাগা গানের মধ্যে একটি। গানটি নতুন করে সামনে আনার সিদ্ধান্তের জন্য ইন্দ্র কুমারকে ধন্যবাদ জানাচ্ছি। এই গান সে সময়ও জনপ্রিয় ছিল এখনো এর জনপ্রিয়তা রয়েছে।’

গানটি নতুন করে রিমিক্স করার বিষয়ে পরিচালক ইন্দ্র কুমার বলেন, ‘সুভাষ জির কথা এবং লক্ষ্মীকান্তের সুরে অনেক আগেই গানটি জনপ্রিয়তার তুঙ্গে ছিল এবং এখনও আছে। গানটির সুর এখনো মানুষের মুখে মুখে। সবচেয়ে বড় কারণ আমার সিনেমার কাঠামোর সঙ্গে গানটি মিলে গেছে।’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি