ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্যারানরমাল গল্পে ফিরছেন মৌ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী, মডেল নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। বেশ কিছুদিন পর আবারও অভিনয়ে ফিরছেন তিনি। অঞ্জন আইচের রচনা পরিচালনায় ‘অথবা শ্রাবণের বৃষ্টিতে’ নামের একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

আগামী ৩০ এপ্রিল থেকে নাটকটির শুটিং শুরু হবে। নাটকের গল্পে দেখা যাবে, মৌয়ের স্বামী নেপালে বিমান দুর্ঘটনায় মারা যায়; কিন্তু তিনি বিশ্বাস করেন তার স্বামী মারা যাননি। তিনি কল্পনায় দেখতে পান তার স্বামী ফিরে এসেছে। এমনই একটি প্যারানরমাল গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে।

বেশ কিছুদিন পরে নাটকে ফিরে আসা নিয়ে মৌ বলেন, ‘নাটকটির গল্প অনেক সুন্দর। আমার ভালো লেগেছে। অনেকদিন ধরেই অভিনয় করা হচ্ছে না। পারিবারিক কাজে একটু বেশি ব্যস্ত আছি। আমার বড় বোন মারা যাওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছি। গল্পটি ভালো লাগায় এ কাজটি করছি।’

অন্যদিকে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন মৌ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি