ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অপুর সঙ্গে কোনো সম্পর্ক নেই: বাপ্পী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১৪, ২৫ এপ্রিল ২০১৮

কাজ নিয়েই বেশ ব্যস্ত রয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সম্প্রতি তার ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে বাপ্পীর বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন আরও দুটি ছবির কাজ। ‘জানবাজ’ ও ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ টু’ এই দুই ছবিতে বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপুর সঙ্গে বাপ্পীকে জড়িয়ে বিভিন্ন ধরণের কথা ওঠেছিল কিছু দিন আগে। এখন তারা একসঙ্গে জুটি বেঁধে কাজ শুরু করতে যাচ্ছেন।      

এ সম্পর্কে বাপ্পী বলেন, ‘অপু বিশ্বাস আমার চেয়ে অনেক সিনিয়র। তিনি আমার বড় বোনের মতো। তার সঙ্গে কোনো ধরণের খারাপ সম্পর্ক নেই। অপু বিশ্বাস অসংখ্যা হিট ছবিতে কাজ করেছেন। আমার চেয়ে তার অভিজ্ঞতা অনেক বেশি। এবার আমরা জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছি। আশা করি কাজটি অনেক ভালো হবে।

বাপ্পী চৌধুরী বলেন, “আমরা দুটি ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। একটি ‘জানবাজ’ অন্যটি দেবাশিষ বিশ্বাসের শ্বশুরবাড়ী জিন্দাবাদ টু’। এর মধ্যে ‘জানবাজ’ ছবিটির কাজ আগামী মাসে শুরু হতে পারে। দুটো ছবির গল্পই অনেক মজার। আশা করি সিনেমাগুলো ভালো হবে। দর্শক গ্রহণ করবে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি