ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শাকিব নয় জিতের পাশে নুসরাত ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১২, ২৫ এপ্রিল ২০১৮

দুই বাংলায় দুইজনই খুব জনপ্রিয়। ওপার বাংলায় জিৎ আর এপার বাংলায় শাকিব খান। এই দুই জনের মধ্যে প্রিয় কে? এমন প্রশ্ন অভিনেত্রী নুসরাত ফারিয়ার কাছে রাখলে তিনি জিতকেই এগিয়ে রাখলেন।

তাকে বলা হয়েছিল ঢাকাই চিত্রনায়ক শাকিব খান নাকি জিৎ, কে আপনার প্রিয়? উত্তর দিতে সময় নেননি নুসরাত ফারিয়া। তিনি বললেন, অবশ্যই জিৎ আমার প্রিয়। আমি তার সাথে কাজ করেছি, তাকে জানি। শাকিবের সাথে আমার কাজ করা হয়নি- স্বাভাবিকভাবেই আমাকে তার সম্পর্কে প্রশ্ন করলে তো আমি কিছুই বলতে পারবো না।   

নুসরাত ফারিয়া বলেন, শাকিব ভাইয়ের সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই। তার সাথে কোনো কাজও হয়নি। একবার জাজ মাল্টিমিডিয়ার প্রোগ্রামে তার সাথে দেখা হয়েছিল। সেখানে আমাকে শাকিব ভাই জিজ্ঞেস করেছিল কাজ কেমন চলছে- সব ঠিক ঠাক কি না! আমি উত্তর দিয়েছিলাম। ওই একবারই। এরপরে আর দেখা হয়নি।  

শাকিবের সাথে কাজ করবেন কি না? এই প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, সুযোগ তৈরি হলে অবশ্যই কাজ করবো। সে সুযোগ এখনও তৈরি হয়নি। যদি হয় তাহলে করবো।

সম্প্রতি একটি শোয়ে এসে নুসরাত ফারিয়া এসব কথা বলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি