ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

রাজকীয় বিয়ের নিমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২৫ এপ্রিল ২০১৮

রাজকীয় বিয়ের নিমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ১১ মে সেন্ট চর্চ চ্যাপেলে হ্যারি-মেগানের বিয়ের আসরে উপস্থিত থাকবেন তিনি। এ খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই।

মেগান মার্কলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই আমন্ত্রণপত্র পেয়েছেন প্রিয়াঙ্কা। ক্যালিফোর্নিয়ায় অবসর যাপন থেকে গার্লস ডে আউট, সব জায়গাতেই প্রিয়াঙ্কার সঙ্গী মেগান। খুব স্বাভাবিকভাবেই তার বিয়েতে নেমন্তন্ন পেলেন নায়িকা।

এদিকে সম্প্রতি খুশির খবর এসেছে ব্রিটেনের রাজ পরিবারে। তৃতীয়বারের জন্য বাবা-মা হয়েছেন ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ। এক পুত্র এবং এক কন্যার পর ফের পুত্র সন্তান এসেছে প্রিন্স উইলিয়ম এবং কেট মিডলটনের সংসারে।

অপরদিকে কেটের গর্ভবস্থার কারণে হ্যারি-মেগানের বিয়ের তারিখও বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল। তবে এবার সব বাধা পেরিয়ে চার হাত এক হতে চলেছে।

রাজকীয় এই বিয়েতে উপস্থিত থাকার খবর দিতে হ্যারি এবং মেগানের একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কনগ্র্যাচুলেশন মাই গার্ল! এ ভাবেই সংক্রামক হাসি তুমি সারা জীবন হাসতে থাকো ৷’

সূত্র : ডেইলি এক্সপ্রেস

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি