ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে আমিরের সঙ্গে প্রতিযোগীতায় প্রভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

এবার চীনে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘বাহুবলী-টু : দ্য কনক্লুশন’আগামী মে মাসের তারিখে সিনেমাটি সেখানে মুক্তি পাবে। এদিকে বাহুবলী চীনে মুক্তি পাওয়া নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। সবার মনে একটাই প্রশ্ন- প্রভাসের বাহুবলী কী আমির খানের ‘দঙ্গল’কে পেছনে ফেলতে পারবে।

জানা গেছে, ভারতসহ বিশ্বব্যাপী ১ হাজার ৮০০ কোটি আয় করে রেকর্ড করেছে বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলী-টু’। দর্শকপ্রিয়তা কিংবা ব্যবসার দিক দিয়ে ভারতীয় সিনেমার বক্স অফিসের ইতিহাস পাল্টে দিয়েছে প্রভাস-আনুশকার এই সিনেমা।

এদিকে একসঙ্গে চীনের ছয় হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী-টু: দ্য কনক্লুশন’।

অপরদিকে চীনের সিনেমা ইতিহাসে নতুন নজির গড়েছে আমির খানের ‘দঙ্গল’। সেখানে মোট নয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে বাজিমাত করে সিনেমাটি। চীনের বক্স অফিসের সূত্রে জানা গেছে, চীনে আমিরের মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘পিকে’ সে দেশে আয় করে ১২১ কোটি রুপি, ‘দঙ্গল’ এর আয় ১ হাজার ৩৩০ কোটি রুপি, ‘সিক্রেট সুপারস্টার’ চীনের বক্স অফিসে আয় করে ৭৬৮ কোটি রুপি, যা এ সিনেমার ভারতীয় বক্স অফিসের আয়ের চেয়েও বেশি। এদিকে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ চীনে আয় করতে সক্ষম হয় ২৯৩ কোটি রুপি, অবশ্য ভারতে মুক্তির দুই বছর পর চীনে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। আর চীনে সম্প্রতি মুক্তি পাওয়া ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার আয় মাত্র ১৪০ কোটি রুপি।

ফলে চীনের বাজারে আমিরের ‘দঙ্গল’কে টপকাতে পারবে কি না প্রভাসের ‘বাহুবলী-টু’ তার নিয়ে শুরু হয়েছে জল্পনা।

সূত্র : এনডিটিভি ও ইন্ডিয়া ডট কম

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি