ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

জয়ার নতুন লুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:৪৭, ২৫ এপ্রিল ২০১৮

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। সেখানে নতুন একটি সিনেমার শুটিং করছেন তিনি। বেশ কয়েক দিন ধরেই ‘ক্রিসক্রস’ নামের নতুন এই সিনেমার শুটিং করছেন অভিনেত্রী।

সিনেমাটি পরিচালনা করছেন ভারতের বিরশা দাশগুপ্ত। পাঁচ লড়াকু নারীর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাতে আরও অভিনয় করছেন কলকাতার মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সোহিনী সরকার প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি সেই সিনেমার সেট থেকে পাওয়া গেল কিছু স্থিরচিত্র, দেখা গেল জয়ার নতুন ‘লুক’

জয়া আর ‘বিসর্জন’ সিনেমার সেই ‘পদ্মা’ কিংবা খাঁচার সেই ‘সরোজিনী’ নেই। ক্রিসক্রস-এর জন্য এক আধুনিকায় রূপ নিয়েছেন জয়া। চুলে রং, ছাঁট, পোশাকের নকশা আর সাজেই পরিবর্তন চোখে পড়ার মতো।

এ বিষয়ে জয়া বলেন, ‘আমরা পাঁচজন একসঙ্গে পর্দা ভাগাভাগি করছি। আমি ছাড়া বাকি চারজনই কলকাতার অভিনেত্রী। একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। সিনেমাতে আমার চরিত্রটা স্বাধীন ও পাওয়ারফুল। সব কটি চরিত্র এত সুন্দর করে সাজানো হয়েছে যে, শেষ দিকে সবাই এক জায়গায় এসে মিলে যায়।’

জয়া জানান, এরই মধ্যে মিমি, নুসরাত ও প্রিয়াঙ্কার সঙ্গে শুটিং শেষ করেছেন জয়া।

জয়া আরও বলেন, ‘ক্রিসক্রস বাণিজ্যিক চলচ্চিত্র। এ ধরনের চলচ্চিত্রের জন্য কলকাতায় দর্শক তৈরি হয়ে গেছে।’

অপরদিকে ‘ক্রিসক্রস’-এর শুটিং শেষ করে আগামী মাসের শুরুতে দেশে ফিরবেন জয়া।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি