ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মা হচ্ছেন রুক্মিণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২৫ এপ্রিল ২০১৮

সুখবর। মা হচ্ছেন রুক্মিণী। না, রুক্মিনী মিত্র নয়, মা হচ্ছেন রুক্মিণী সহায়। শাহিদ-মীরার পর শোবিজ অঙ্গন পেয়েছে এমন সুখবর।

সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুন পোস্টের মাধ্যমে বাবা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেতা নীল নীতিন মুকেশ। জানালেন, তিনি খুবই এক্সসাইটেড ওই দিনটির জন্য। আপাতত স্বামী-স্ত্রী দু’জনে মিলে ছোট্ট সোনার জন্য জমিয়ে শপিং করছেন।

প্রথমবার বাবা হতে যাচ্ছেন নীল। খুশি এতটাই যে মাটিতে পা পরছে না। দিন গুনছেন কবে কোলে নেবেন জুনিয়ার নীতিনকে। আর সেই সঙ্গে খেয়াল রাখছেন রুক্মিণীর। হবু মায়ের কথায়, ‘ও সারাদিন আমার খেয়াল রাখছে। আমি জানি যতটা লাভিং হ্যাজবেন্ড নীল ততটাই ভালো পিতা হতে পারবে সে।’

প্রসঙ্গত, কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের সুখবর দিয়েছেন শাহিদ-মীরা। এমনকি এবছরই মা হতে যাচ্ছেন সানিয়া মির্জাও।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি