ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বলিউডে কেউ ‘ধর্ষণ’ করে ঠকায় না, ভাতের জোগাড় করে দেয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৫ এপ্রিল ২০১৮

কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন সরোজ খান। বিষয়টিকে ধর্ষণের সঙ্গে তুলোনা করলেন বলিউডের জনপ্রিয় এই করিওগ্রাফার।

এক সাক্ষাৎকারে সরোজ খান বলেন, কাস্টিং কাউচ-এর মত ঘটনা সেই ‘বাবা আজমের’ যুগ থেকে চলে আসছে। সব জায়গাতেই মেয়েদের উপর কারও না কারও নজর থাকে। সে সরকারি কোনও কাজের জায়গা হোক, বা অন্য কোথাও। কিন্তু, সবাই সবক্ষেত্রে বলিউডকেই কাঠগড়ায় তোলে।

বলিউড তাঁদের পেটের ভাত যোগায়, তাই ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁদের ‘বাবা-মা’ বলেও মন্তব্য করেন সরোজ খান।

সরোজ খান আরও বলেন, যখন কাস্টিং কাউচের বিষয়টি সামনে আসে, তখন সবকিছু নির্ভর করে মেয়েটির উপর। সে কী করতে চাইছে, তার উপরই নির্ভর করে সবকিছু। কে নিজেকে বিক্রি করবে, না করবে না, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে।

এক বিস্ফোরক মন্তব্য করে সরোজ খান বলেন, ‘বলিউডে কেউ ‘ধর্ষণ’ করে তাঁকে ঠকায় না, ভাতের জোগাড় করে দেয়।’

শ্রীদেবী থেকে মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বাচ্চন থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ কিংবা কারিনা কাপুর খান, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন সরোজ খান। তবে তিনি কার দিকে ইঙ্গিত করেছেন, সে বিষয়টি স্পষ্ট হয়নি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি