ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আবারও আবির-পাওলি উন্মাদনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৫ এপ্রিল ২০১৮

‘বেডরুম’ থেকে ‘তৃতীয় অধ্যায়’। আবারও আবির-পাওলি উন্মাদনা। পরিচালক মনোজ মিশিগানের আসন্ন সিনেমা ‘তৃতীয় অধ্যায়’-আবারও অনস্ক্রিন ফিরছেন এই জুটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার ফার্স্ট লুক। সোশ্যাল দর্শকদের কাছে সেই লুক বেশ পছন্দও হয়েছে। পরিচালক জানালেন, আপাতত সিনেমাটি কিছু ফেস্টিভ্যালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।

সিনেমার গল্প নিয়ে মনোজ বলেন, এক স্পোর্টস ট্রেনার ঝাড়খণ্ড যায় একজনের খোঁজে। সেখানে পুরনো প্রেমিকাকে এক ঝলক দেখতে পায় সে। তারপর শুরু হয় তাকে খোঁজা। একই সঙ্গে আরও একটা লভ স্টোরি থাকছে গল্পে।

সিনেমার নাম ‘তৃতীয় অধ্যায়’ কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিনেমাতে তিনটি আলাদা চ্যাপ্টার থাকবে। সে জন্যই এই নাম। সিনেমাটি দেখলে সব পরিস্কার হয়ে যাবে।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি