ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক প্রেমিক রণবীরের সঙ্গে দীপিকার ভিডিও ভাইরাল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৩০, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রণবীরের সঙ্গে দীপিকার সম্পর্কচ্ছেদ হয়েছে সেই বহুদিন আগে। মাঝখানে দুজন দুদিকে চলে গিয়েছিলেন। কেউ কারো মুখ দেখাও বন্ধ ছিল দীর্ঘ সময়। ফের তারা কি আবার সম্পর্কে জড়াচ্ছেন? এ নিয়ে নানা জল্পনার মধ্যেই প্রকাশ্যে এল তাদের নতুন একটি ভিডিও।    

মনীষ মালহোত্রার শো-এ হাজির হয়েছিলেন দীপিকা পাডুকন এবং রণবীর কাপুর। যা নিয়ে সরগরম হয়ে বলি পাড়া। সবার প্রশ্ন, রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাডুকন কি আবার সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হতেই ফের প্রকাশ্যে এল নতুন ভিডিও। যেখানে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে কথা বলতে দেখা যাচ্ছে একান্তে।

ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা পাডুকন। তাদের সঙ্গে রয়েছেন শাবানা আজমিও। বলিউড অভিনেত্রী যখন পাপারাত্জির সঙ্গে কথা বলতে ব্যস্ত, সেই সময় রণবীর, দীপিকাকে দেখা যায় একান্ত আলাপচারিতায় ব্যস্ত থাকতে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র পর বিচ্ছেদ হয়ে যায় রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনের। তারপর বেশ কয়েক বছর পর রণবীরের সঙ্গে ‘তামাশা’-য় স্ক্রিন শেয়ার করতে দেখা যায় রণবীর এবং দীপিকাকে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি