ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাল কার্পেটে হাঁটবেন কঙ্গনা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৫২, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়, সোনম কাপুর ও দীপিকা পাড়ুকোনের পর এবার রেড কার্পেটে হাঁটবেন কঙ্গনা রানাওয়াত। একটি পণ্য সংস্থার প্রধান মুখ হয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটবেন এই অভিনেত্রী। এজন্য নাকি প্রস্তুতিও শুরু করেছেন তিনি।

বলিউডে নানা কারণে আলোচিত একটি নাম কঙ্গনা। সামনে মুক্তির অপেক্ষায় আছে তার ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। তার আগে কানের লাল কার্পেটে ঝড় তুলবেন কঙ্গনা। যদিও ব্র্যান্ডের মুখ হয়েই যাচ্ছেন তিনি। কান-এ তার ছবি দেখানো হবে কি না তাতে সন্দেহ রয়েছে।   

‘মণিকর্ণিকা’য় কঙ্গনার পোশাক বানিয়েছেন নীতা লুল্লা। গুঞ্জন রয়েছে, কঙ্গনার রে়ড কার্পেটের পোশাকও তিনিই তৈরি করবেন। এমনিতেও কঙ্গনার পছন্দের ডিজাইনার নীতা। তার ঐতিহ্যবাহী এবং সমকালীন সিল্যুয়েটের পোশাকের প্রশংসা বার‌বার করেছেন। কঙ্গনা নিজেও ফ্যাশনের ব্যাপারে যথেষ্ট সচেতন। 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি