ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাজপুত্রের কার্ড প্রিয়াঙ্কার হাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ২৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:০৩, ২৬ এপ্রিল ২০১৮

রাজকীয় বিয়ের নিমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়েতে আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, সম্ভবত ১১মে সেন্ট চর্চ চ্যাপেলে বসবে হ্যারি-মেগানের বিয়ের আসর ৷ আর সেই রয়্যাল বিয়েতে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা। মেগান মার্কলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি ৷

এদিকে সদ্য খুশির খবর এসেছে ব্রিটেনের রাজ পরিবারে ৷ তৃতীয়বারের জন্য বাবা-মা হয়েছেন ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ ৷ এক পুত্র এবং এক কন্যার পর ফের পুত্র সন্তান এসেছে প্রিন্স উইলিয়ম এবং কেট মিডলটনের সংসারে ৷ 

কেটের গর্ভবস্থার কারণে হ্যারি-মেগানের বিয়ের তারিখও বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল ৷ তবে এ বার সব বাধা পেরিয়ে চার হাত এক হতে চলেছে ৷ সেই বিয়েতে মেগানের ব্রাইডমেডস হবেন প্রিয়াঙ্কা।

হ্যারি এবং মেগানের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “কনগ্র্যাচুলেশন মাই গার্ল! এ ভাবেই তুমি চিরকাল হাসতে থাক।”  

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি