ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আপসের শর্তে অভিনেতা কাজী আসিফের জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:০৯, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আপসের শর্তে স্ত্রী শামীমা আক্তার অর্নির দায়ের করা মামলায় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মডেল অভিনেতা কাজী আসিফ রহমান।

বুধবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম এ জামিন মঞ্জুর করেন।

এর আগে, একই আদালত গত ২৩ এপ্রিল জামিন নামঞ্জুর করে আসিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। কাজী আসিফ রহমান বেশকিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। এর পরে তার সঙ্গে বাদীর সংসারে টানাপোড়ন সৃষ্টি হয়।

কাজী আসিফ বাদীর কাছ থেকে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই ঘটনায় চলতি বছরের ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অর্নি বাদী হয়ে মামলা করেন। সেই মামলার বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে গত রবিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আসিফকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি