ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হানিমুনের আগে বরের সঙ্গে বিদেশ ভ্রমণে নাবিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২৬ এপ্রিল ২০১৮

জমকালো আয়োজনে হয়ে গেলো ‘আয়নাবাজি’ খ্যাত জনপ্রিয় মডেল, উপস্থাপিকা অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার গায়ে হলুদ। হলুদের অনুষ্ঠানে দেখা গেছে সহকর্মীদের সরব উপস্থিতি। এক ঝাঁক তারার মিলন মেলা বসেছিল সেদিন। যদিও অনেক আগেই তিনি তার বিয়ের খবর জানিয়েছিলেন। নাবিলার বর জোবাইদুল হক রিম। যিনি পেশায় একজন ব্যাংকার। বিয়ের পর্ব মোটামুটি শেষ। এখন তাদের হানিমুনের পালা। তবে তার আগেই স্বামীর সঙ্গে বিদেশ ভ্রমণে যাচ্ছেন এই অভিনেত্রী।

নিজের নতুন জীবন নিয়ে নাবিলা বলেন, ‘একটা নতুন পরিবার পেয়েছি। সেই পরিবার ও আমার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি এবং সবাইকে ভালো রাখতে পারি, সেই চেষ্টা করব। কেউ তো আর সংসার করা শিখে আসে না। একটু একটু করে শেখে। আমারও শেখার চেষ্টা অব্যাহত থাকবে।’

বিয়ের পর হানিমুন নিয়ে নাবিলা বলেন, ‘ও (জোবাইদুল হক রিম) অফিসের কাজে ম্যানচেষ্টার যাবে। আমিও ওর সঙ্গে যাচ্ছি। তবে এটা হানিমুন না। সেখান থেকে ২ মে দেশে ফিরব। দেশে ফিরে তারপর হানিমুনের পরিকল্পনা।’

এতো গেলো ব্যক্তিগত জীবনের গল্প। নাবিলা এবার উপস্থাপনা করছেন লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। যদিও এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার অভিজ্ঞতা তার প্রথম, তবে তিনি এরআগে বেশ কিছু ভিন্ন ভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, বর্তমানেও করছেন। তবে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় উপস্থাপনার অভিজ্ঞতাটা অন্য রকম।

বিষয়টি নিয়ে নাবিলা বলেন, ‘এই অভিজ্ঞতা খুবই ভালো। এবারের আয়োজনটি খুব ছিমছাম ও গোছানো। এর আগে অনেক কাজ করতে গিয়ে এলোমেলো মনে হয়েছে। কিন্তু এবার সেরকম মনে হয়নি। অনেক ভালো এবং মেধাবীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তারা ভবিষ্যতে মিডিয়ায় খুব ভালো একটা জায়গা করে নিতে পারবেন বলে মনে হয়। গ্র্যান্ড ফিনালে ছাড়া আমাদের সব কটি পর্বের শুটিং শেষ। নিয়মিত প্রচার হচ্ছে টিভিতে। দর্শকের কাছ থেকেও বেশ সাড়া পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অনেক বেশি গ্ল্যামারাস একটা প্রতিযোগিতা এটি। নিজের মেধা প্রকাশের বড় জায়গা এটি। এবারের বিচারকরাও খুব বিনয়ী এবং মেধাবী। আসলে মানুষে সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি