ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করেছে দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৬ এপ্রিল ২০১৮

দীপিকা পাড়ুকোন। সম্প্রতি বিশাল এক সম্মনজনক অর্জন এসেছে তার ঝুলিতে। নিকোল কিডম্যান, জেনিফার লোপেজের মতো তারকাদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়েছেন তিনি। টাইম ম্যাগাজিনের একশ’ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন নিজের নাম। এতো বড় সাফল্যের পরেও নিজের কঠিন দিনগুলোর কথা ভুলে যাননি অভিনেত্রী। সবার সামনে প্রকাশ করলেন, নিজের বিষন্নতার দিনগুলোর কথা।

দীপিকা জানালেন, নিজের দুর্বলতাকেই নিজের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করেছেন এই অভিনেত্রী। আর এটাই তার সাফল্যের মূলমন্ত্র।

এ বছরের ক্ষমতাধর ১০০ ব্যক্তির মধ্যে কয়েকজনকে নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে টাইম। তাতে অংশ নেওয়া ক্ষমতাধর ব্যক্তিরাই অতিথিদের উদ্দেশ্যে একটি পরিচিতিমূলক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন। দীপিকাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অভিনেত্রী তার বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ দেন। এরপর ফিরে যান ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারিতে। সেদিনই তিনি নিজের মধ্যে এক অদ্ভুত জটিলতা লক্ষ্য করেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানতে পারেন, তিনি বিষন্নতায় ভুগছেন। আর সেটি জানার পর পাল্টে যায় দীপিকার জীবন। তবে সেই বদল জীবনকে শেষ করে দেওয়া নয়, এগিয়ে যাওয়া।

দীপিকা বলেন, আমরা এ সময়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি তাদের সবাইকে দাধুবাদ জানাই, যারা এই জটিল পরিস্থিতির মধ্যে থেকেও প্রতিদিন হেসে সব মোকাবিলা করে যাচ্ছেন। আমার মতো যারা একটা সময় জীবনের কাছে হার মানতে চেয়েছিলেন বা এখনো চাইছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই- আপনি একা নন। আমরা সবাই কখননো না কখনো হার মেনে নিতে বাধ্য হই। কিন্তু দিন শেসে আমরা একা নই। আমি একটা বুঝতে পেরেছিলাম বলেই চার বছর পর আজকের অবস্থানে এসে পৌঁছাতে পেরেছি।’

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি