ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিবাহিত পুরুষদের একহাত নিলেন ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সাবেক লাক্স তারকা ফারিয়া শাহরিন। নিজেই নিজের বিতর্কের কারণ হয়ে ওঠেন অভিনেত্রী। তবে এই বিতর্ক তার সোজাসাপ্টা কথার কারণে। যখনই কোন বিষয় নিয়ে দ্বন্দ্বে ভোগেন অভিনেত্রী তা সবার সঙ্গে প্রকাশ করেন। নিজের মন্তব্যগুলো দেন খোলাখুলি ও সোজাসাপ্টা বক্তব্যের মধ্যে দিয়ে। আর এ নিয়েই শুরু হয় বিতর্ক। কেউ সাধুবাদ জানায়, আবার কেউ তুলোধুনো করে দেয় কমেন্ট বক্স।

কিছুদিন আগে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে দেশের শোবিজ মিডিয়ায় কাস্টিং কাউচ নিয়ে কথা বলেন ফারিয়া। এরপর গরম হয়ে ওঠে দেশের গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া। অনেক তারকাই ওই সময় ফারিয়ার পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়।

এবার ফারিয়া একশ্রেণীর বিবাহিত পুরুষদের একহাত নিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে স্বামীদের ফেসবুক ইনবক্স চেক করার পরামর্শ দিয়েছেন তাদের স্ত্রীদেরকে। সম্প্রতি নিজের ফেসবুকে ফারিয়া লেখেন- ‘যেসব জামাই তাদের বৌদের মন খুশি করার জন্য তারকাদের ফকিন্নি, স্লাট বলে গালি দেন ওই ভদ্রবেশি জামাই গুলাই আমাদের মতো নাদান দের দিনে ১০ বার নক করে হাই বেবি হট বেবি ওয়ান্ট টু সি ইউ বেবি লিখে মেসেজ করেন। বৌয়ের সঙ্গে চিপকায় ছবি তোলে আইএম দ্য হ্যাপিয়েস্ট ক্যাপশন দিয়ে আমাদের লেখেন আইএম লোনলি।’

স্বামীর ফেসবুক ইনবক্স চেক করার অনুরোধ জানিয়ে ফারিয়া বলেন, ‘সে সব বৌদের জন্য একটা অনুরোধ মাঝে মাঝে নিজের হাজবেন্ডের ইনবক্সটা চেক করা দোষের কিছু না, এটা আপনাদের অধিকার। তাই, অন্য মেয়েকে গালি দিতে শুনলে নিজকে বিশ্ব সুন্দরী ভেবে গদ গদ না হয়ে ইউজ ইওর ব্রেইন সামটাইমস।’

বিবাহিত নারীদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘বাচ্চা পালেন, সংসার করেন খুব ভালো কথা কিন্তু মাঝে মাঝে জামাইটাইকেও মাঝে মাঝে পালতে হয়।’

ফারিয়ার লেখা ফেসবুকের স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি