ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিয়ের খরচ বাঁচিয়ে দামি গাড়ি কিনবেন নুসরত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ২৬ এপ্রিল ২০১৮

অভিনেত্রী নুসরত ফারিয়া। জন্মসূত্রে বাংলাদেশের মানুষ। তবে ওপার বাংলায়ও রয়েছে তার মজবুত অবস্থান। সিনেমার পাশাপাশি এবার সুরেও মাতিয়ে দেবেন দর্শকদের। মুক্তি পাচ্ছে তাঁর সিঙ্গল মিউজ়িক ভিডিও ‘পটাকা’প্রেমের ভাঙন থেকে কী করে মেয়েরা বেরিয়ে আসবে তাই নিয়েই এই মিউজ়িক ভিডিয়োটি। এই গান থেকে যা আয় হবে, তা খরচ করা হবে বাচ্চাদের পড়াশোনায়।

নুসরত পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস। ছোটবেলা থেকেই বাড়িতে পড়াশোনা নিয়ে খুব চাপ ছিল তার।

বিষয়টি নিয়ে নুসরত বলেন, ‘ছোটবেলা কেটেছে আর্মি ক্যান্টনমেন্টে। শুধু পড়াশোনাই করেছি। স্কুলে যেতাম, পড়াশোনা করে বাসায় ফিরে আসতাম। সে রকম বন্ধু আমার ছিল না। বাবা সারাক্ষণ লেখাপড়ায় জোর দিতেন। তাই খুব পড়েছি। রেজ়াল্টও ভালো ছিল। আর আমি ন্যাশনাল ডিবেটে চ্যাম্পিয়নও হয়েছি।’

বাণিজ্য নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে, এখন আবার আইন নিয়ে পড়ছেন নুসরত। এতো পড়াশোনার মাঝে হঠাৎ অভিনয় জগতে আসার পথ কতটা মসৃণ ছিল সেই প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘পথটা একেবারেই মসৃণ ছিল না। বাড়িতে সকলেই খুব রাগ করেছিলেন। এক-দেড় বছর আমার সঙ্গে কেউ কথা বলেনি পর্যন্ত। পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়েছে।’

তবে পড়াশোনাটা তিনি চালিয়ে যেতে চান। তার পাশাপাশি অভিনয় আর গানও। যদিও তিনি গান শেখেননি।

গান নিয়ে নুসরত বলেন, ‘গান না শিখলেও স্কুলের অনুষ্ঠানে গান, নাচ, বিতর্ক সব কিছুতেই অংশগ্রহণ করতাম। আমার ক্লাসিক্যাল মিউজ়িক খুব ভালো লাগে। নজরুল সঙ্গীতও আমার খুব পছন্দের। গান আমাকে সব সময়েই অনুপ্রেরণা দিয়েছে। তাই ঠিক করেছিলাম গান নিয়ে বড় আকারে কিছু করব। এতো দিনে সেই সুযোগ পেলাম।’

ঢালিউডের এই অভিনেত্রী টালিউডেরও নায়িকা। তবে বাংলাদেশই তাঁর কাছে আসল ঠিকানা। তাই টালিউডে কাজ করেও বার বার বাসায় ফিরে যেতে ইচ্ছে করে তার।

এ বিষয়ে তিনি বলেন, ‘কাজের ক্ষেত্রে কোনও সীমারেখা থাকা উচিত নয়। তাই আমি দুই বাংলাতেই কাজ করব। কিন্তু থাকব বাংলাদেশে। এখানে উড়ে উড়ে এসে কাজ করে পালিয়ে যাব।

এদিকে সব ব্যস্ততার মাঝেও অবসর পেলেই বোনের মেয়ে ফলকের সঙ্গে সময় কাটান নুসরত। ভালোবেসে তাকে ডাকেন ‘লালা’ বলে। নায়িকার সবচেয়ে পছন্দের অবসর যাপন হল ‘লালা উইথ খালা’ টাইম। বোনের থেকেও খালাকেই বেশি ভালোবাসে তাঁর লালা, গর্বভরে জানালেন নায়িকা।

তবে প্রেম ও বিয়ের খবর নাকচ করে দিয়ে নুসরত বলেন, ‘এতো কাজের মাঝে প্রেম করার সময় কোথায়, বলুন তো? আর বিয়ে? একেবারেই না। বিয়েতে কত খরচ হয়? আমি সব খরচ বাঁচিয়ে দামি গাড়ি কিনব। তারপর (একটু ভেবে) বিয়ে করব।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি