ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রাজ-শুভশ্রীর বিয়ের কার্ড প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২৬ এপ্রিল ২০১৮

দিন কয়েক আগে হঠাৎ করেই রেজিস্ট্রি বিয়ে করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তখনই শোনা গিয়েছিল আগমী মে মাসে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করবেন তাঁরা। এসে গেল সেই সময়। ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

প্রকাশ পেয়েছে বিয়ের কার্ড। বক্সে করে ইতিমধ্যেই বিয়ের আমন্ত্রণ পত্র যেতে শুরু করেছে টালিউড পাড়ার তারকাদের কাছে।

প্রতিটি বক্সের ওপর লেখা আছে নিমন্ত্রিতের নাম। কার্ড পেয়েছেন অভিনেতা সৌরভ দাশ এবং অভিনেত্রী অনিন্দিতা বসু। এই কার্ড তৈরির পিছনে অনিন্দিতার একটি বিশেষ ভূমিকা রয়েছে।

অনিন্দিতার কথায়, ‘কার্ডের ওপরে ‘এসআর’-এর লোগো আমি ডিজাইন করেছি।’

কার্ড তৈরির ক্ষেত্রে সাবেকি ডিজাইন পছন্দ দম্পতির।

এদিকে শুভশ্রী আগেই জানিয়েছিলেন, লাল বেনারসি, সোনার গয়না, চন্দনে সেজে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। রাজও সাজবেন সাবেকি সাজে। সব মিলিয়ে উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি