ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আসছে ‘মুন্নাভাই পার্ট থ্রি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৬ এপ্রিল ২০১৮

প্রজেক্টটা আটকে ছিল প্রায় চার বছর। ‘সঞ্জু’টি‌জ়ার প্রকাশের পর রাজকুমার হিরানি বলে দিলেন, বার ‘মুন্নাভাই পার্ট থ্রি’কাজ শুরু করবেন তিনি। অবশেষে মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজ়ির তিন নম্বর সিনেমাটা দর্শককে উপহার দিচ্ছেন রাজকুমার।

রাজু সিনেমাটির চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন চার বছর আগে। সিনেমার নাম তখন ঠিক করা হয়েছিল ‘মুন্নাভাই চলে আমেরিকা’। সঞ্জয় দত্তকে যখন সিনেমার গল্পটা পড়ে শোনাচ্ছিলেন, তখন অভিনেতা তাঁকে নিজের জীবনের কয়েকটা গল্প বলেন।

সে সব শুনে মুগ্ধ রাজু তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সঞ্জয় দত্তের বায়োপিকটা তাঁকে করতেই হবে। তার পর সিনেমার জন্য প্রস্তুতি, রণবীর কপূরের কাস্টিং লম্বা প্রক্রিয়া পার করে এখন পরের সিনেমার পরিকল্পনাটা সেরে ফেলেছেন তিনি।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি