ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গ্রাম্য সাজে হিনা খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২৬ এপ্রিল ২০১৮

সম্প্রতি রকি জয়সওয়ালের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন হিনা খান। দুবাইতে গিয়েই রকির সঙ্গে আংটি বদল পর্ব সারেন হিনা। চুপিসাড়েই রকির সঙ্গে আংটি বদল সেরে আবার শুটিংয়ে ফিরেছেন হিনা খান।

বিগ বস ১১-এর সিজনে তিনিই ছিলেন অন্যতম ফ্যাশন ‘কুইন’। দেশি হোক কিংবা অন্য কোনও লুক, সবকিছুতেই হিনা খান যেন লা-জবাব ছিলেন। প্রতিযোগিতার শেষ পর্যায়ে শিল্পা শিন্দের কাছে পরাজিত হন হিনা খান। কিন্তু, তা সত্ত্বেও হিনা খানের জনপ্রিয়তায় একটুকুও ভাটা পড়েনি।

‘ইয়ে রিসতা ক্যা ক্যাহেলাতা হ্যায়’ থেকে শুরু করে বিগ বস সব জায়গাতেই যেন সমান জনপ্রিয়তা পেয়েছেন হিনা। কিন্তু, এবার হিনা খানের এ কী হাল!

টুইটার হ্যান্ডেলে সম্প্রতি নিজের নতুন লুক প্রকাশ করেছেন টেলিভিশনের এই অভিনেত্রী। গ্ল্যাম ‘কুইন’ অবতার ছেড়ে গ্রামের এক মহিলার সাজে দেখা দিলেন তিনি। কিন্তু, নতুন কোনও মেগা না কোনও রিয়েলিটি শো-এর জন্য এই রকম লুকে হাজির হয়েছেন হিনা খান, সে বিষয়ে খোলসা করেননি অভিনেত্রী। তবে সম্প্রতি হিনা একটি শর্ট ফিল্মের কাজ শুরু করেছেন বলে ইঙ্গিত দিয়েছেন ওই টুইটে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি