ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবী আমার মায়ের মত : দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

‘শ্রীদেবী ছিলেন আমার মায়ের মত’বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর পর এবার এমন মন্তব্য করলেন দীপিকা। শ্রী-এর স্মৃতিচারনা করতে গিয়ে চোখে জল এসে পড়ে তার।

তিনি বলেন, ‘লাভ আজ কাল’-এর পর থেকে তিনি যে যে সিনেমা করেছেন, সেগুলো মুক্তির পর প্রথমে বনি কাপুরের কাছ থেকে ফোন আসত। তারপর তাঁকে নতুন সিনেমার জন্য অভিনন্দন জানাতেন শ্রীদেবী। এসব বলতে গিয়েই যেন স্মৃতিকাতর হয়ে পড়েন দীপিকা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে দুবাইতে শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর, বেঙ্গালুরু থেকে মুম্বাইতে ছুটে আসেন দীপিকা। ওই সময় চিকিৎসকের কথা মত শুটিং ছেড়ে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন দিপ্পি। কিন্তু, শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি মুম্বাইতে হাজির হন নায়িকা। বিমানবন্দর থেকে সোজা অনিল কাপুরের বাড়িতে পৌঁছন তিনি। সবকিছু মিলিয়ে শ্রী-এর মৃত্যুর পর তিনিও যেন মুহ্যমান হয়ে পড়েন। আর এবার শ্রীদেবী স্মৃতিচারনা করতে গিয়ে প্রকাশ্যেই কেঁদে ফেললেন পর্দার ‘পদ্মাবতী’।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি