ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এক সিনেমায় ৫ অভিনেত্রীর সঙ্গে রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২৬ এপ্রিল ২০১৮

রাজকুমার হিরানির সিনেমা সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে ইতিমধ্যেই বলিউডে হইচই শুরু হয়ে গেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সঞ্জু’-টিজার। সিনেমার প্রথম টিজার মুক্তি পাওয়ার পর, সেই গুঞ্জন আরও এক দফা বৃদ্ধি পায়। টিজার দেখলে বুঝতেই পারবেন না আপনার সামনে রণবীর কাপুর দাঁড়িয়ে রয়েছেন, না সঞ্জয় দত্ত।

এদিকে সঞ্জয় দত্তের বায়োপিকে সুনীল দত্তের ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। অর্থাৎ সঞ্জয়ের বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়ালকে নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে। নার্গিস দত্তের ভূমিকায় অভিনয় করছেন মনীষা কৈরালা। সঞ্জয় দত্তের স্ত্রী-র ভূমিকায় দেখা যাবে দিয়া মির্জাকে। পাশাপাশি সোনাম কাপুরকে দেখা যাবে সঞ্জয় দত্তের এক সময়ের বান্ধবী টিনা মুনিমের ভূমিকায়। সঞ্জয় দত্তের ছোটবেলার বন্ধু কুমার গৌরবের ভূমিকায় অভিনয় করবেন বিকি কৌশল। সালমান খানের ভূমিকায় দেখা যাবে অভিনেতা জিম সর্ব-কে। শুধু তাই নয়, ‘সঞ্জু’-তে সালমান খানকে সঞ্জয় দত্তের ভালো বন্ধু হিসেবেই দেখানো হবে বলে জানা যাচ্ছে। পাশাপশি আনুশকা শর্মাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়।

এসবের সঙ্গে রয়েছে আরও চমক। জানা গেছে, টেলিভিশন অভিনেত্রী কারিশ্মা তান্নাকে মাধুরী দীক্ষিতের ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে। আরও শোনা যায়, মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম পর্ব নাকি সিনেমা থেকে ছেটে ফেলা হচ্ছে। কিন্তু, ধোঁয়াশার মধ্যেই ফের খবর পাওয়া যায়, ‘সঞ্জু’-তে মাধুরী-সঞ্জয়ের সম্পর্কের উল্লেখ থাকবে। পাশাপাশি বোমান ইরানিকে দেখা যাবে ‘কাঁটে’-র পরিচালক সঞ্জয় গুপ্তার ভূমিকায়।  

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি