ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাতি-নাতনির মুখ দেখতে চান রণবীরের বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রণবীর কাপুরের প্রেম বিয়ে বলিউডের অধিক চর্চিত বিষয়। ক্যাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদের পর থেকই একাধিক নায়িকার সঙ্গে রণবীরের লিঙ্ক আপ করা হয়েছে। শুধু তাই নয়, দেশ ছাড়িয়ে পাকিস্তানের মাহিরা খানের নামও জড়িয়েছে রণবীরের সঙ্গে। কিন্তু শেষপর্যন্ত প্রেম নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

এদিকে, ছেলে রণবীরের কাছে ঋষি কাপুর এক নতুন আবদার করলেন। সেটিকে আবদার না বলে, বলা ভালো নির্দেশ দিয়েছেন বাবা হিসাবে।

ঋষি একটি ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন- তিনি এবার দাদু হতে চান। তাই তিনি চান রণবীর এবার বিয়ে করুক। তাঁর ছেলে মেয়ে হোক। আর কাজের চাপে যে সময়টা ছোট্ট রণবীরদের তিনি দিতে পারেননি, সেই সময়টা তিনি দিতে চান তাঁর নাতি নাতনিদের।

এদিকে রণবীরের বিয়ের জন্য ঋষি ও নীতু কাপুর অ্যারেঞ্জ ম্যারেজের কথাই ভাবছেন। সাম্প্রতিক ‘সঞ্জু’ সিনেমার ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গেছে বলেউড পাড়ায়। রণবীরের অভিনয়ের প্রশংসা সকলের মুখেই। আর ছেলের সাফল্যে খুশি ঋষিও। তিনি জানিয়েছেন রণবীরকে নিয়ে তাঁর কাছে একাধিক ম্যাসেজ এসেছে। আর এসব নিয়েই আপাতত খুশি রয়েছেন ঋষি।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি