ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিদায়বেলায় আলিয়ার চোখে জল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ২৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১৪, ২৭ এপ্রিল ২০১৮

বলিউড অভিনেত্রী আলিয়ার চোখে জল। সিনেমার দৃশ্যের মতো বাস্তবেও তিনি কেঁদেছেন। স্যোশাল মিডিয়ায় করা এক স্ট্যাটাস এর মাধ্যমে বিষয়টি জানা যায়। তবে ঘটনার পেছনের কারণ হলো মুক্তি পেয়েছে আলিয়ার ‘রাজি’ সিনেমার নতুন গান ‘দিলবারো’। গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি চোখে জল চলে আসে বলিউড অভিনেত্রী আলিয়ার।   

একজন নারীর বিয়ের পর সব কিছু ছেড়ে চলে যেতে হয়। তাই বিয়ের পর আলিয়ার নিজের শৈশব স্মৃতি, বাবা মা, আত্মীয় পরিজনকে ছেড়ে ভিনদেশে পাড়ি দেওয়ার আগের মুহূর্তটি সত্যিই বেদনার। আলিয়া ভাটের নতুন সিনেমা ‘রাজি’র নতুন গান ‘দিলবারো’ আবারও এই কথা মনে করিয়ে দিল।   

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শঙ্কর-এহসান-লয়-এর সুরে অরিজিৎ সিং, হর্ষদীপ কউর, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহানের গাওয়া গানটি লিখেছেন বলিউডের কিংবদন্তি গীতিকার গুলজার।

বুধবার গানটি মুক্তি দেওয়ার পর আলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই প্রথম শুটিং করতে গিয়ে সত্যি সত্যি তার চোখে জল এলো। 

‘রাজি’ ছবিতে আলিয়া কাশ্মীরি কন্যা শিমত-এর ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। পকিস্তানের সেনা অফিসার ইকবাল সায়েদের সঙ্গে বিয়ের পর তিনি ভারত ছেড়ে পাকিস্তান চলে যাচ্ছেন।

বাবা-মেয়ের সম্পর্কের বন্ধন ছিন্ন করে শ্বশুরবাড়ির দিকে পা বাড়ানোর সময় মেয়েটির মনের অবস্থা কীরকম হয়, `দিলবারো`গানটিতে সেই চিরন্তন দৃশ্যটিকেই তুলে আনা হয়েছে।  

হরিন্দর সিক্কার উপন্যাস ‘কলিং শিমত’ অবলম্বনে নির্মিত ‘রাজি’তে আলিয়ার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল। এছাড়াও রয়েছেন রজিত কাপুর, সোনি রাজদান প্রমুখ।   

সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশন। মে মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসি  

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি