ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘স্বপ্নজাল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দেশীয় বাজারে সফলতা না পেলেও আজ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পথচলা শুরু করছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত নতুন সিনেমা ‘স্বপ্নজাল’

স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডার বিশ্বখ্যাত চেইন সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের পাঁচটি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। ৪ মে আমেরিকার চেইন থিয়েটার রিগালে প্রথম পর্যায়ে তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে স্বপ্নজাল।

পরিবেশক সংস্থা থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে আমেরিকায় আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে এবং মধ্যপ্রাচ্যের আরব আমিরাত ও ওমানে মুক্তি পাবে সিনেমাটি।

এ প্রসঙ্গে সিনেমার পরিচালক বলেন, ‘যারা দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশকে খুঁজে ফেরেন। যতবার তারা স্বপ্নজাল দেখবেন, বাংলাদেশকে খুঁজে পাবেন।’

এ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও ইয়াশ রোহান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি