ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নতুন সংগঠন ‘স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ’ গঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২৭ এপ্রিল ২০১৮

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে গঠিত হয়েছে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ। চলচ্চিত্র, নাটক, মঞ্চ, সঙ্গীত, সাংবাদিকতাসহ সাংস্কৃতিক অঙ্গনের নানা ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে এটি।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সাংসদ চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক আসলাম শিশিরকে। বুধবার ঘরোয়া পরিবেশে সংসদ সদস্য চয়ন ইসলামের বাসায় সাংবাদিকদের উপস্থিতিতে এই কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরাও।

এতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ ও নাট্য সম্পাদক হিসেবে রয়েছে অভিনেত্রী শামীমা তুষ্টি। সংগঠনে সদস্য হিসেবে আছেন লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর, জ্যোতিকা জ্যোতিসহ আরও অনেকেই।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি