ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারাদেশে চলছে ‘চালবাজ’     

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:২২, ২৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে জয়দীপ মুখার্জি পরিচালিত ‘চালবাজ’ ছবিটি। দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে চলছে ছবিটি। এই ছবিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন শুভশ্রী, রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে এন ইউ ট্রেডার্স।

চালবাজ ছবিটির প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। আর এর বিনিময়ে বাংলাদেশের ছবি ‘অজান্তে ভালোবাসা’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে খুশি হয়েছেন উল্লেখ করে শাকিব খান বলেন, বাংলাদেশের মানুষ চালবাজ প্রেক্ষাগৃহে বসে যেন না দেখতে পারে সেজন্য কে বা কারা মুক্তিতে বাঁধা দেওয়ার অনেক চেষ্টা করেছে। নানা বিভ্রান্তিমূলক কথা ছড়িয়েছে। কিন্তু তারা সফল হয়নি।    

শাকিব খান আরোও বলেন, আশা করছি, সেন্সর বোর্ডের সদস্যদের পর এবার ছবিটি দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।  

এমএইচ/এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি