ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বলিউডে বাজিমাত করতে আসছে ৯ বায়োপিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ২৭ এপ্রিল ২০১৮

বলিউডে যেন বায়োপিকের মৌসুম চলছে। ক্রীড়াবিদ থেকে জনপ্রিয় অভিনেতা, রাজনীতিক থেকে শিক্ষাবিদ— একের পর এক জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। বক্স-অফিসে কালেকশন ভাল হওয়ায় জীবনী-নির্ভর সিনেমা বানানোতেও বাড়তি উৎসাহ পেয়েছেন পরিচালকেরা। চলতি বছরে বক্স-অফিসে বাজিমাত করতে যে বায়োপিকগুলো আসছে, জেনে নিন সেগুলো সম্পর্কে।     

১) সঞ্জু

বি-টাউনের ‘খলনায়ক’ সঞ্জয় দত্তের জীবনের নানা অধ্যায়ের গল্প ‘সঞ্জু’। পরিচালক রাজকুমার হিরানির হাত ধরে সঞ্জয়ের প্রতিটি রূপ, জীবনের প্রতিটি পর্যায়ে নিজস্ব স্টাইলে ফুটিয়ে তুলবেন রণবীর কপূর। ইতিমধ্যেই ‘সঞ্জু’র টিজার দেখে সাড়া পড়ে গিয়েছে দর্শকদের মধ্যে। সব ঠিক থাকলে জুনের শেষেই মুক্তি পেতে পারে ‘সঞ্জু’।

২) মনিকর্ণিকা

ঝাঁসীর রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী-নির্ভর ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’তে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। জয়শ্রী মিশ্রর লেখা ‘রানি’ উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি। টেলি নায়িকা অঙ্কিতা লোখান্ডেকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়। তবে ইতিমধ্যেই ছবিটি নিয়ে আপত্তি তুলেছে রাজস্থানের একটি কট্টরপন্থী সংগঠন।

৩) সুরমা

ভারতীয় জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘সুরমা’। ছবিতে সন্দীপের জীবনের নানা অধ্যায় ফুটিয়ে তুলবেন দিলজিৎ দুসাঞ্জ। অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নুকেও। চলতি বছর ২৯ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।    

৪) দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবনী-নির্ভর ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক হংসল মেটার তত্ত্বাবধানে ছবিটিতে মনমোহনের চরিত্র ফুটিয়ে তুলবেন অনুপম খের। এই বছরেই ডিসেম্বরের ২১ তারিখে মুক্তি পেতে পারে ছবিটি।

৫) দ্য অভিনব বিন্দ্রা বায়োপিক

অলিম্পিকের শুটিংয়ে দেশের হয়ে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রার জীবনী নিয়েও তৈরি হচ্ছে ছবি। অভিনবের ভূমিকায় দেখা যাবে অনিল কপূরের ছেলে হর্ষবর্ধন কপূরকে। ছবিটিতে অনিল কাপূর অভিনয় করেছেন অভিনবের বাবার ভূমিকায়। এর আগে ‘মিরজিয়া’ ছবিতে দেখা গিয়েছিল হর্ষবর্ধনকে। তবে ছবিটি ফ্লপ করে।

৬) দ্য সাইনা নেহওয়াল বায়োপিক

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের চরিত্র সাবলীল ভাবে ফুটিয়ে তোলার জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন শ্রদ্ধা কপূর। অমল গুপ্তের এই বায়োপিকে সাইনার চরিত্রেই দেখা যাবে তাকে। ছবির জন্য জিতেশ পাডুকোনের কাছে ৩৩টা সেশন ট্রেনিং নিয়েছেন বলেও জানিয়েছেন নায়িকা। তবে ছবি মুক্তির তারিখ নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক।

৭) সুপার ৩০

ম্যাথমেটিশিয়ান আনন্দ কুমারকে নিয়ে তৈরি বায়োপিক ‘সুপার ৩০’তে আনন্দের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হৃতিক রোশনকে। পটনার ওই গণিতদিদের জীবনযুদ্ধের লড়াই নিয়েই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। বিকাশ বহেল পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৯-এর জানুয়ারিতে।

৮) দ্য কপিল দেব বায়োপিক

খেলোয়াড়ের জীবনী নিয়ে বায়োপিক আগেও হয়েছে। এ বার সেই তালিকায় ঢুকে পড়ল দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবের নাম। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের উপর তৈরি হবে ছবিটি। কপিলের চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে। পরিচালকের চেয়ারে থাকছেন কবীর খান।

৯) মান্টো

কালজয়ী লেখক সাদাত মান্টোর ভূমিকায় এ বার দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। নিজের প্রিয় লেখক মান্টোকে নিয়ে ছবি করার ইচ্ছা অনেকদিন থেকেই ছিল বলে জানিয়েছেন নন্দিতা দাস। মান্টোর জীবনের নানা দিক ফুটিয়ে তোলা হবে ছবিটিতে। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি