ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শাকিবের সঙ্গে অভিনয় করতে চান নাবিলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:২১, ২৭ এপ্রিল ২০১৮

বলিউড সিনেমায় নাম লিখিয়েছেন বাংলাদেশের সাদিয়া নাবিলা। নাচ, গান আর অভিনয়ের ইচ্ছাটা আগে থেকেই ছিল। কিন্তু কি করবেন সে সিদ্ধান্তটা নিতে পারছিলেন না। তাই বাবা-মা আর ভাইয়ের প্রেরণায় চলে গেলেন অস্ট্রেলিয়া। সেখানে ২০১২ সালে ভর্তি হন ইউনিভার্সিটি অব ক্যানবেরায়। তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতক করেন। কিন্তু দূর দেশে পাড়ি দিলেও অভিনয়কে তিনি ভুলে যাননি। তাইতো ২০১৮ সালের মার্চ মাসে বলিউডের চলচ্চিত্রের খাতায় নাম লেখালেন নাবিলা।

ছবিটির নাম ‘পেরেশান পারিন্দা,। এই হিন্দি ছবির পরিচালক দেবেশ প্রতাপ সিং। এই সিনেমায় যুক্ত হওয়া সাদিয়া নাবিলার জন্য ছিল ভাবনারও অতীত। পুরো বিষয়টি তার কাছে স্বপ্নের মতো।

সাদিয়া বলেন, ‘এটি আমার কাছে স্বপ্নের মতো। আমার এই স্বপ্নের শুরু হতে পারতো ঢাকায়। কিন্তু এইচএসসি পাসের পর আমাকে অস্ট্রেলিয়া চলে আসতে হয়। এখানে এসে আমি মডেলিং এর কাজ শুরু করি। ভিক্টোরিয়াস মডেল এজেন্সিতে দেড় বছর কাজ করার পর হাউস মডেলস নামের আরেকটি নামী প্রতিষ্ঠান থেকে ডাক পাই। নানা দেশের নানা সংস্কৃতির মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। তত দিনে রুপালি পর্দায় কাজ করার স্বপ্নটা আরও ডানা মেলতে শুরু করে। পড়াশোনার ফাঁকে চলতে থাকে স্বপ্ন পূরণের মিশন।’

‘পেরেশান পারিন্দা’ ছবিতে অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আমি যেহেতু বাংলাদেশের মেয়ে, তাই আমাকে ভালোভাবে হিন্দি শিখতে হয়েছে। ১৫ দিন যার সঙ্গেই কথা বলতাম, হিন্দিতে বলতে হতো। এরপর শুটিং করেছি। ভারতীয় অনেকে শুটিংয়ের সময় আমার হিন্দি বলা নিয়ে ভেংচি কাটত। কিন্তু আমি তাতে দমে যাইনি। আমি কাজ চালিয়ে গেছি।’

সাদিয়া নাবিলা অভিনীত ‘পেরেশান পারিন্দা’ ছবিতে আরও অভিনয় করেছেন সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কয়েকজন শিল্পী। ছবির গল্প আন্ডারওয়ার্ল্ড নিয়ে। এক নায়কের বিপরীতে দুই নায়িকা। সাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন মিরাজ শাহ, তিনি থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

ছবিটি মুক্তি পেলেও হলে বসে তার দেখার সুযোগ হয়নি। তবে নাবিলার ইচ্ছা বাংলাদেশের ছবিতে কাজ করার। জাজ মাল্টিমিডিয়ার ছবিতে কাজ করার আগ্রহ আছে তার। ঢালিউড কিং শাকিব খান তার প্রিয়। তার সঙ্গে সুযোগ পেলে কাজ করতে চান। আর এ রকম কোনো সুযোগ যদি আসে তাহলে তিনি বাংলাদেশমুখী হবেন। সাদিয়ার গ্রামের বাড়ি সৈয়দপুরে। সেই গ্রাম থেকে ওঠে আসা একটি মেয়ের বলিউডের সিনেমায় অভিনয় করাটা তার কাছে স্বপ্নের মতো বলে মনে হয়।     

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি