ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নিজের পারফিউমের প্রচারে নগ্ন হলেন কিম কারদাশিয়ানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ২৭ এপ্রিল ২০১৮

পারফিউম ব্র্যান্ডের জন্য ক্যামেরার সামনে নগ্ন হলেন মার্কিন রিয়্যালিটি শো তারকা কিম কারদাশিয়ান। বেশ কিছুদিন ধরেই পারফিউম ব্যবসায় নিজের ব্র্যান্ড আনার চেষ্টা করছেন কিম। আগামী ৩০ এপ্রিল বাজারে আসছে নতুন পারফিউম।

তাই জোরেশোরে প্রচারণা শুরু করেছেন তিনি। কারণে-অকারণে নগ্ন হওয়ার জন্য ‘সুখ্যাতি’ আছে কিমের। নিজ পণ্যের প্রচারণাও নগ্ন হয়েই শুরু করেছেন। ইনস্টাগ্রামে ২৬ এপ্রিল পোস্ট করা প্রথম ছবিতে নিজের উর্ধাঙ্গ প্রদর্শন করেছেন। পরের ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়েছেন তিনি। আর সারা শরীর ঢেকেছেন সাদা পোশাকের আবরণে।

৩৭ বছর বয়সী কিমের শরীরের আদলেই গড়ে উঠছে তার পারফিউমের বোতলটি। তাই এভাবেই শরীরের ধাঁচ নেওয়া হয়েছে। কিম জানান, অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর এই পারফিউম তৈরি করা হয়েছে। প্রোডাক্টের প্রতিটি খুঁটিনাটি তিনি নিজে নির্বাচন করেছেন। তারপর তা ব্যবহারও করেছেন।

ফোনে দেয়া সাক্ষাৎকারে `ই! অনলাইন`কে কিম বলেন, এটি সত্যিই সেক্সি। এটি আমাকে গ্রীষ্মের কথা মনে করিয়ে দেয়। এটি আমার মধ্যে যৌন উদ্দীপনা বাড়িয়ে দেয়।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি