ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৫ কোটির সেটে ‘কলঙ্ক’    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১৫, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

করণ জোহরের আগামী ছবি ‘কলঙ্ক’র দিকে তাকিয়ে আছে বিটাউন। ছবিটিকে ঘিরে প্রায় প্রতিদিন নানা খবর শোনা যায়। এবার ছবিটি সম্পর্কে নতুন কথা শোনা যাচ্ছে। কিছুদিন পর ‘কলঙ্ক’ ছবির শুটিং হবে। এই ছবির সেটের জন্য বাজেট রাখা হয়েছে ১৫ কোটি রুপি। প্রথম কোনো ছবির জন্য নাকি এত দামি সেট বানানো হচ্ছে।

‘কলঙ্ক’ ছবিটি বানানোর স্বপ্ন দেখেছিলেন করণের বাবা যশ জোহর। সেই স্বপ্নকে এবার বাস্তবে রূপ দিচ্ছেন ছেলে। তাই মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সেট বানানোর কাজ শুরু হয়ে গেছে। সেটটি দিল্লির ‘মহল্লা’র মতো বানানো হবে।

এই ছবিতে ২৫ বছর পর সঞ্জয় এবং মাধুরীকে একসঙ্গে কাজ করবেন। মাধুরী এবং সঞ্জয় তো আছেনই, এই ছবিতে আরও আছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট এবং সোনাক্ষী সিনহা।

এই ছবির সেটের ছবি যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন করণ জোহর। এই সেটটি নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন সেট নির্মাণকারী প্রতিষ্ঠান অমৃতা মহলকে।

উল্লেখ্য, এর আগে করণ জোহরের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অমৃতা লাল। করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘টু স্টেটস’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ আর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিগুলোতে কাজ করেছেন অমৃতা।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি