ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমার প্রথম ক্রাশ মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অসংখ্য তরুণের ক্রাশ তিনি। তবে তার ক্রাশ কিন্তু অন্য আরেকজন। তিনি আর কেউ নন, বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র মাশরাফি বিন মুর্তাজা।

যদিও এমনিতেই ক্রিকেট বিশ্বে যথেষ্ট শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব মাশরাফি। নির্বিবাদী মাশরাফিকে পছন্দ করেন না এমন ক্রিকেট সমর্থক গোটা বিশ্বে পাওয়া বিরল। তবে বাংলাদেশের জেনএক্স প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া একটু বেশি পছন্দ করেন।

একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেন, প্রথম যেদিন সরাসরি মাশরাফিকে দেখি, আমার পা কাঁপছিল। আধা ঘণ্টা কথা বলতে পারছিলাম না।

২০০৯ সালে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে প্রথমবার মাশরাফিকে সরাসরি দেখেন তিনি। তারপরেই রীতিমতো কাত হয়ে যান অভিনেত্রী।

ফারিয়া বলেন, আমি শুধু মাশরাফির ভক্তই না, আমার প্রথম ক্রাশ বলতে পারেন মাশরাফি।

প্রথমবার সরাসরি সাক্ষাতে কী ঘটেছিল, এমন প্রশ্ন করলে ফারিয়া বলেন, নিশ্চুপ ছিলাম শুধু দেখছিলাম তাকিয়ে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি