ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফারিয়ার পটাকার পাশে শুভ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৩:৪১, ২৮ এপ্রিল ২০১৮

নায়িকা থেকে তিনি এখন গায়িকা। বলছি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার কথা। সম্প্রতি তার গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা। প্রকাশের আগে থেকেই সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবার মুক্তির পর আরও বেশি উচ্ছ্বলতা প্রকাশ করলেন তিনি। ভক্তরাও গানটি গ্রহণ করেছেন। শুধু ভক্তরা নয়, পটাকার পাশে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী নায়ক আরিফিন শুভ।

গানের ভিডিওটি মুক্তির দিনে ফারিয়া আয়োজন করেন উন্মোচন অনুষ্ঠান। আর ওই ভিডিওর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন ঢালিউডের এ সময়ের রোমান্টিক বয় আরিফিন শুভ। নেচে-গেয়ে ফারিয়াকে দারুণ সাহস জোগালেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সিএমভি ও ভারতের কলকাতার ভেঙ্কটেশে ইউটিউব চ্যানেলে একসঙ্গে অবমুক্ত হয় ফারিয়ার গাওয়া গান ‘পটাকা’র ভিডিও। এ উপলক্ষে বনানীর একটি রেস্তরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফারিয়ার সিনেমা, নাটক ও সঙ্গীতজগতের কাছের মানুষেরা উপস্থিত ছিলেন।

ফারিয়াকে তার প্রথম গানের জন্য শুভকামনা জানাতে মঞ্চে উঠে তার শুভাকাঙ্ক্ষীরা শুভচ্ছা জানান।

এ সময় শুভ জানান, ‘ফারিয়া `পটাকা` গানটি খুব ভালো গেয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। গায়িকা হিসেবে বন্ধু ফারিয়ার অভিষেক আমাকে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমিও ভাবছি গানে নিজে ভাগ্য যাচাই করার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পটাকার সঙ্গীত পরিচালক প্রীতম হাসান, এর গীতিকার রাকিব রাহুল, কণ্ঠশিল্পী কনা, অভিনেত্রী বাঁধন, কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, জাজের আব্দুল আজিজ সহ আরও অনেকে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি