ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মা হচ্ছেন উপস্থাপক আমব্রিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:২৪, ২৮ এপ্রিল ২০১৮

মা হতে চলেছেন দর্শকপ্রিয় উপস্থাপক আমব্রিন। সুখবরটি তিনি নিজেই দিয়েছেন। গত বছরের নভেম্বর বিয়ের পর থেকে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে সব কিছু সামলে আবারও ফিরে আসবেন তিনি।

আমব্রিন বলেন, ‘সামনের মাসে বেবি শাওয়ার অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

আমব্রিনের বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। কানাডার টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। কানাডায় পারিবারিকভাবে আমব্রিন ও তৌসিফের বিয়ে সম্পন্ন হয় গত বছরের ৪ নভেম্বর। বিয়ের পর এখনও তিনি দেশে ফিরেননি।

এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন জীবন আমার কাছে রঙিন লাগছে। খুব ভালো আছি এখানে।’

মিডিয়ায় কাজ করা প্রসঙ্গে আমব্রিন বলেন, ‘অবশ্যই মিডিয়ায় কাজ করব। তবে এখন একটু বিরতিতে আছি। উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা। এই জায়গা কখনো ছাড়তে পারব না।’

উল্লেখ্য, আমব্রিন শুধু উপস্থাপনা নয়, মডেলিং ও অভিনয় সবই করতেন। তবে এখন উপস্থাপনা তাঁর একমাত্র লক্ষ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা। দেশ-বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া ছাড়াও অনেক শোবিজ তারকার সাক্ষাৎকার নিয়েছেন তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি