ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বামী ওম’র দাবি

সালমানের গার্লফ্রেন্ড হিনা খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

হিনা খান নাকি সালমান খানের গার্লফ্রেন্ড। সালমানও নাকি চাইতেন তার বান্ধবীই বিগ বস-এর শিরোপা জয়লাভ করুক। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন স্বামী ওম। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিভিন্নমহলে।

ইন্ডিয়া টুডে-র সাক্ষাৎকারে স্বামী ওম বলেন, সালমান খান এক সময় হিনা খানের সঙ্গে ‘ডেটিং’ করতেন। হিনা যাতে বিগ বসের শিরোপা পান, তাই চাইতেন বাজরাঙ্গি ভাইজান।

কিন্তু হিনা সালমানের বান্ধবী ছিলেন সেটা কীভাবে জানলেন ওম? এ বিষয়ে ওমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তন্ত্র বিদ্যা’র মাধ্যমেই সালমান-হিনার সম্পর্কের কথা তিনি জানতে পেরেছেন। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি হিনা খান।

এদিকে সম্প্রতি দুবাইয়ে একটি হোটেলে দীর্ঘদিনের বন্ধু রকি জয়শওয়ালের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন হিনা খান। চুপিসাড়েই রকির সঙ্গে বাগদান পর্ব সেরে রীতিমত খবরের শিরোনামে উঠে আসেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘বউমা’। জিনিউজ

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি