ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘ডবল ধামাকা’ নিয়ে আসছেন ঝুমা বউদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৯ এপ্রিল ২০১৮

বিগ বসের ঘরে তাঁর হাজিরা সবার নজর কেড়েছে। কখনও মিষ্টি হেসে আবার কখনও কেঁদে ভাসিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি। এমনকী, সালমান খানের শো-বিয়েটাও সেরে ফেলেছেন বেশ ধুমধাম করেই। আর বিয়ের পরই বউদি সোজা উপস্থিত কলকাতায়। ‘দুপুর ঠাকুরপো’-দের ঘুম কাড়তে এবার হইচই-এর পর্দায় আসছেন ‘ঝুমা বউদি’ অর্থাৎ মোনালিসা।

এ বিষয়ে মোনালিসা বলেন, ‘খুবই ভালো লাগছে। বড় ব্যানারে এটা আমার কামব্যাক বলতে পার। আমার ঠাকুরপোগুলো এতটাই ভালো, ইনোসেন্ট আর তার সঙ্গে নটি (হেসে হেসেই বললেন) যে আমার কাজ করতে বেশ ভাল লাগছে। রুদ্র-র সঙ্গে এত বছর পর কাজ করেও বেশ লাগছে। সবকিছু মিলিয়ে লাগছে বেশ ভালোই।’

তিনি আরও বলেন, ‘চরিত্রের দিক থেকে ঝুমা বউদি খুবই ইনোসেন্ট। সেই সঙ্গে সে আবার ‘হট এন্ড সেক্সি’। সবাই ঝুমা বউদির লুক-টাকে খুব পছন্দ করছেন। সেই সঙ্গে এভাবে প্রথম কেউ কখনও আমায় দেখছেন।’

‘দুপুর ঠাকুরপো’-র দ্বিতীয় সিজনে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পরিবর্তে আপনি, কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রথম সিজনটা দেখেছি। সিজন ১-এ স্বস্তিকা ভীষণ ভালো। আমি স্বস্তিকাকে খুবই পছন্দ করি। কিন্তু, ঝুমা বউদির চরিত্রটা একেবারেই অন্যরকম। সিজন ১-এর পর সিজন ২, একেবারেই অন্যরকম হয়ে আসছে। তবে সিজন ১ এত সাফল্য পেয়েছে যে সিজন ২ নিয়ে একটু চাপ রয়েইছে, কিন্তু সেটা আরও ভাল পারফর্ম করার জন্য। সিজন ২-তে ‘ডবল ধামাকা’ হতেই হবে, সেই চ্যালেঞ্জটা রয়েছে। তবে, স্বস্তিকা মুখোপাধ্যায়কে কখনও প্রতিযোগী হিসেবে মনে হচ্ছে না। স্বস্তিকা প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী, তাই তাঁর সঙ্গে প্রতিযোগিতার প্রশ্নই ওঠে না।’

এদিকে সংসার, ক্যারিয়ার একসঙ্গে সামলাতে হচ্ছে মোনালিসাকে। যদিও তিনি এটি নিয়ে বলেন, ‘না। বাবা-মা তো সব সময় বলত, তাড়াতাড়ি বিয়ে কর, বিয়ে কর। কিন্তু, ক্যারিয়ার সেভাবে সফল ছিল না (আমার মনে হয়) বলে বিয়ে করছিলাম না। কিন্তু, ঈশ্বর যখন যেটা চান, তখন তো হয়েই যায়। বিয়ের পর দেখলাম, আমাদের দু’জনের ক্যারিয়ার আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। বিয়ের পর আমাদের ক্যারিয়ারগ্রাফটা আরও ভালো হয়েছে।’

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি